ads
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

শেরপুরে ১হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকা “বিদ্রোহী”র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৮ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি;    ‘স্বকীয় সংস্কৃতির উন্মেষের জন্যই আমাদের আবির্ভাব’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকা “বিদ্রোহী”র সমাপনী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শেরপুরের ডিসি উদ্যানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন। এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন ‘আবির্ভাব’ এ দেয়ালিকা তৈরি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. রেজুয়ান, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবির্ভাবের সমন্বয়ক ইমামুল হাসান তানভির।

শেরপুরের নাগরিক সংগঠন জনউদ্যোগ, এসডিডিএফ, কিআ বুক ক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ, ভিক্টোরিয়ান ক্লাব, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব ও রোটার‌্যাক্ট ক্লাব এটি তৈরিতে সহযোগিতা করেছে।

আবির্ভাবের সমন্বয়ক ইমামুল হাসান তানভির ও হাসিব আল হাসান জানান, এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকাটিতে দেশের বিভিন্ন প্রান্তের সাড়ে তিন হাজার লেখক ও চিত্রশিল্পীর কবিতা, গান, গল্প, ছড়া, কৌতুক, চিত্রাঙ্কন, বিয়ের গীত, লোকছড়া, শ্লোক, কথিকা ইত্যাদি স্থান পেয়েছে।

আলোচনাশেষে জনপ্রিয় ব্যান্ডদল ‘সেক্টর ইলেভেন’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ১৬:০৩
  • ১৭:৪৫
  • ১৮:৫৮
  • ৫:৫১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102