ads
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

শেরপুরে আ’লীগের ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ১২ বার পঠিত

শেরপুরে আওয়ামী লীগের গৃহবিবাদের জের ধরে এবার জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে শ্লোগান দেওয়ার অভিযোগে শনিবার (২০ এপ্রিল) রাতে নাশকতার মামলা ঠুকে দেওয়া হয়েছে দলের বিবদমান অপর গ্রুপের ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে। সদর থানার এসআই সুরেশ রাজবংশীকে বাদী করে দায়ের করা ওই মামলায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর পরিবারের সদস্যসহ তাদের অনুসারী কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে স্ব-নামে এবং আরও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। তবে রোববার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। অন্যদিকে ওই মামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শহরে।

মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার রাত ৮ টা ২০ মিনিটে শহরের খাদ্যগুদাম মোড়ে ৫০/৬০ জন লোক হাতে লাঠি-সোটা, ইট-পাটকেল নিয়ে কয়েকটি অটোরিকশা আটকে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অশালীন উক্তি করে নানা অশালীন শ্লোগান দেয়। এক পর্যায়ে তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে যান-বাহনের গ্লাস ভাঙচুর করে নাশকতামূলক কর্মকান্ডসহ অন্তর্ঘাতমূলক কর্মকান্ড চালায়।

আর এসব অভিযোগে পরদিন (শনিবার) ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় সদর থানায় একটি নিয়মিত মামলা রেকর্ড হয়। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বর্তমানে যুবলীগের রাজনীতিতে সক্রিয় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মেহেদী (৩৮) ও আব্দুল মতিন (৩৭) কে। এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট (৩০), সদর উপজেলা কৃষক লীগের সভাপতি হেলাল মিয়া (আল হেলাল), শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জু, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, যুবলীগ নেতা ওয়াসিম, আব্দুল খালেক, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ, নয়ন তালুকদার, শাহিদুর রহমান শাহিনসহ ২৯ জনকে স্বনামে আসামী করা হয়েছে।

অন্যদিকে মামলায় উল্লেখিত ঘটনাকে তথাকথিত, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বলেন, সেদিন খরমপুর খাদ্যগুদাম মোড়ে অনুষ্ঠান চলাকালে রাস্তায় বেরিকেড দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে যানবাহন ভাঙচুরের মাধমে নাশকতামূলক কোন কর্মকান্ডের ঘটনা ঘটেনি। এটি এ সড়কে যাতায়াতকারী শতশত মানুষসহ শহরবাসীর পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীরাও অবগত। অপর এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য মিছিল থেকে হুইপ আতিকবিরোধী কোন শ্লোগান উঠে থাকতে পারে। তবে এ ধরনের শ্লোগান তার সমাবেশ থেকেই কেবল নয়, তার মুখ থেকেও আমাদের বিরুদ্ধে অহরহ বিষোদগার করা হয়ে থাকে। তাদের দাবি, সেদিন শান্তিপূর্ণভাবে কৃষকলীগের অনুষ্ঠান শেষ হলেও কেবল রাজনৈতিক ঈর্ষার কারণে হুইপ আতিক ক্ষমতার অপব্যবহারে সদর থানার ওসিকে প্রভাবিত করে ওই মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়েছেন।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জানান, শারীরিক অসুস্থ্যতায় ঢাকায় অবস্থান করছি। তবে ঘটনা ও মামলার বিষয়ে শুনেছি। সুষ্ঠু তদন্তকার্য যেন প্রভাবিত না হয়, সে বিষয়টি খেয়াল রাখা হবে। আর এক্ষেত্রে কেউ জড়িত না থাকলে হয়রানীর শিক্রা হবেন না।

উল্লেখ্য, গত জেলা পরিষদ নির্বাচন থেকে শেরপুর সদরে আওয়ামী লীগের রাজনীতিতে হুইপ আতিক ও আতিকবিরোধী দু’টি বলয় বিরাজ করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আতিকবিরোধী বলয়ও নৌকার পক্ষে একাট্টা হয়ে কাজ করলেও এখনও মিটেনি সেই গৃহবিবাদ। সূত্র; দৈনিক সময়ের আলো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ১৫:৫৯
  • ১৭:৪১
  • ১৮:৫৪
  • ৫:৫৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102