ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক পল্লীচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার সেজিয়া বাজার এলাকা থেকে ওই পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, সেজিয়া বাজারে পল্লীচিকিৎসক সাইফুলের একটি ওষুধের ফার্মেসি রয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ওই ছাত্রী চিকিৎসার জন্য তাঁর ফার্মেসিতে যায়। সে সময় তাঁকে ঘুমের ওষুধ দিয়ে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে বিকেলের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান ওসি।