শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শাহিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার কালিনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিদা বেগম ওই এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় শাহিদা বেগম ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের।