নিজস্ব প্রতিনিধি; মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ সেখানকার অন্যান্য এলাকায় সিরিজ বোমা হামলায় নিহত-আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার রাতে এক শোক বার্তায় শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক নিহত ও প্রায় তিন শতাধিক আহত হওয়ায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় আনোয়ার-ই-তাসলিমা বলেন, ধর্মীয় অনুষ্ঠানে সিরিজ বোমা হামলা একটি অমানবিক ঘটনা। এ ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।
বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সংস্থার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ্ শ্রীলঙ্কায় বোমা হামলায় ব্যাপক প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেছেন।