ads
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

এমডিকে ওয়াসার পানির শরবত খাওয়াতে এসেছেন জুরাইনবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ১২ বার পঠিত

ঢাকা ওয়াসার ‘সুপেয় পানির’ শরবত সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে খাওয়াবেন বলে জুরাইন এলাকার কয়েকজন বাসিন্দা ভবনের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। মিজানুর রহমান তার ব্যাগ থেকে জুরাইন এলাকার পানি বের করে জগে ঢেলেছেন। এই পানি দিয়ে শরবত বানিয়ে ওয়াসার এমডিকে খাওতে চান তিনি।

মিজানুর রহমান নামের জুরাইন এলাকার ওই বাসিন্দা বলেন, আমাদের এলাকায় ওয়াসার পানি ড্রেনের পানির মতো অপরিষ্কার। এটা খাওয়া তো দূরের কথা, গন্ধে হাতে নেওয়াই যায় না। এ অবস্থায় ওয়াসার এমডি কীভাবে বলেন ওয়াসার পানি শতভাগ সুপেয়, বিশুদ্ধ! তাই আমরা এই পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে এসেছি।
এদিকে জুরাইনবাসীর এমন কর্মসূচিতে ওয়াসা ভবনের গেটে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ‘ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়’ বলে মন্তব্য করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তার এই মন্তব্যের প্রতিবাদ জানান পুরান ঢাকার জুরাইনবাসী। এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় তারা কারওয়ানবাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনে ওয়াসার পানির শরবত বানিয়ে এমডিকে খাওয়ানোর কর্মসূচি পালন করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ১৬:০৬
  • ১৭:৪৯
  • ১৯:০২
  • ৫:৪৯
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102