মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সড়ক পার হতে গিয়ে টেম্পুচাপায় মজনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাকরাইদ সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মজনু মিয়া মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের টেংরী গ্রামের মৃত আতাব আলী ফকিরের ছেলে।
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান আবু সাইদ বলেন, বেলা ১১টার দিকে কাকরাইদ সেতুর কাছে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটো টেম্পু ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর অবস্থায় মজনুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।