মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ধর্ষণ ও নারীর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে নাটক ‘সময় এখন জেগে উঠবার’। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে টাঙ্গাইলের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ নাটকটি।
নাট্য সংগঠক সাম্য রহমানের রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে স্থানীয় নগর নাট্য দল।
নাটকের ইয়াসমিন থেকে শুরু করে তনু, খাদিজা, নুসরাত ও সম্প্রতি টাঙ্গাইলে ঘটে যাওয়া ধর্ষণ, গণধর্ষণ ও শিশু ধর্ষণের মতো অপরাধ তুলে ধরা হয়। এতে নিপুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিচারহীনতার সংস্কৃতি এবং ঘটনা ধামাচাপা দিতে সমাজপতিদের দৌরাত্ম্য। তদন্তের নামে দীর্ঘসূত্রীতা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয় উঠে এসে মঞ্চ নাটকটিতে।
আয়োজকগণের দাবী এই নাটকের মাধ্যমে তারা যেমন এসব প্রতিবাদ জানিয়েছেন তেমনি মানুষকে জেগে উঠার আহবান জানিয়েছেন।
শেষে নুসরাত ধর্ষন ও হত্যার সাথে জরিতদেরসহ সকল ধর্ষকদের থুথু নিক্ষেভ করেন উপস্থিত সকলে।