শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে “যৌন হয়রানি প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে।
গত ২৫ এপ্রিল ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিক হাদিউল ইসলামকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট “যৌন হয়রানির প্রতিরোধ কমিটি” গঠন করা হয়।
এ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, অত্র বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি কোহিনূর ফারজানা, সংরক্ষিত মধ্যে মহিলা অভিবাবক সদস্য জাহানারা বেগম, সহকারী শিক্ষিকা ঝর্ণা বেগম ও গড়জরিপা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মল্লিকা বেগম।
সম্প্রতি ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির পর আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ফলে পূনরায় যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনায় জরুরি ভিত্তিতে এই কমিটি করতে বলা হয়েছে। যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বর্তমানে দেশের বড় বড় দুই-চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া স্কুল-কলেজে এ ধরনের কোনো কমিটি একেবারে নেই বললেই চলে।
উল্লেখ্য, ২০০৯ সালে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌনহয়রানি বিরোধী কমিটি করার নির্দেশ দেন আদালত।