টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের অপরাধে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বরসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের নির্দেশে পুলিশ মহেড়া ইউনিয়নের বরটিয়া গ্রামে বিয়ে বাড়িতে গিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের ইউনুস খানের ছেলে বর মো. মাসুদ খান। বরের আত্মীয় বরটিয়া গ্রামের মোহাম্মদ আলী, আব্দুল হালিম খান, কাবেল খান, জাহিদ ও পাশ্ববর্তী ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সাইদুর রহমান।
জানা গেছে, সোমবার বিকেলে খোন্দকার আয়েশা রাজিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বরটিয়া গ্রামের আলী আজমের মেয়ে দিশা আক্তারের সঙ্গে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের ইউনুস খানের ছেলে মাসুদ খানের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন মির্জাপুর থানা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। তাদের উপস্থিতি টের পেয়ে কাজীসহ অন্যরা পালিয়ে গেলেও বরসহ সাত জনকে আটক করে থানায় নিয়ে আসে। রাত পৌনে নয়টায় এ খবর পাঠানো সময় পর্যন্ত আটককৃতরা থানা হাজতখানায় রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে আটককৃতদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।