মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের বাসষ্ট্যন্ডের আনারস চত্বরে গাড়িচাপায় মোঃ সাইদুল ইসলাম (১৭) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত সাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার বেগমঞ্জ ইউনিয়নের বেলাডুবা গ্রামের মোঃ বুদ্ধর মিয়ার ছেলে।
নিহত সাইদুলের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে প্রায় পনের জন শ্রমিক কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি হতে মধুপুর বাসষ্ট্যান্ড এসে নামার পর গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে উঠার সময় পিছন থেকে বিদ্যুতের খুটি বহনকারী গাড়ি (লড়ি) এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। চালক চাপা দিয়ে মারার পর দ্রুত লড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে মধুপুর ফায়ার সার্ভিসের সামনে যানযটের কারণে লড়িটি আটকা পড়লে স্হানীয় লোকজন লড়িটি আটকে ফেলে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে মধুপুর থানা পুলিশ মৃত সাইদুলকে থানা হেফাজতে নিয়ে যায়। মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম জানান, নিহত সাইদুল গাড়ি বদলিয়ে কালিহাতীর উদ্দেশ্যে অন্য একটি গাড়িতে উঠার সময় পিছন থেকে বিদ্যুতের খুটি বহনকারী গাড়ি (লড়ি) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।