সম্প্রতি মাশরাফি বিন মুর্তজার একটি ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই এমন সাহসী বক্তব্যের জন্য মাশরাফির ব্যাপক প্রশংসা করেছেন।
মাশরাফির সেই স্ট্যাটাসটি হলো- ‘যতদিন সরকারি হাসপাতালে একজন রোগীও বিছানা না পেয়ে ফ্লোরে শুয়ে কষ্ট করে চিকিৎসা নেবেন, ততদিন ক্রিকেট খেলার পেছনে কোটি কোটি টাকা খরচ করা বিলাসিতা মাত্র।’- এ বক্তব্যটি মাশরাফির বলে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
অনেকেই মাশরাফির এ বক্তব্যটি যাচাই-বাছাই না করে এটি ফেসবুকে ব্যাপক হারে শেয়ার করে ভাইরাল করেছেন। কিন্তু এ বক্তব্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত হতে মাশরাফি বিন মুর্তজাকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল বিকালে আকস্মিকভাবে সদর হাসপাতাল পরিদর্শনে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ সময় কর্তব্যরত কয়েকজন চিকিৎসকের হাজিরা খাতায় স্বাক্ষর না দেখে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর এবং পরে অনুপস্থিত সার্জারি বিশেষজ্ঞ ডা. আকরাম হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।
বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে নানা ধরনের সমস্যার কথাও শোনেন মাশরাফি। তিনি এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র দেখতে পান।
পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় এমপি মাশরাফি বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনাও দেন।
এদিকে ওই হাসপাতালে দায়িত্বে অবহেলার কারণে চার চিকিৎসককে ওএসডি করা হয়েছে।