বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় পটুয়াখালীতে দুর্যোগ প্রস্তুতি নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা প্রশাসকের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল, পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবদুস সালাম আরিফসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল জানান, ঘূর্ণিঝড়ের সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।