নিজস্ব প্রতিনিধি ; সারাবিশ্বের শ্রমিকদেরকে মহান মে দিবসের শুভেচ্ছা জানালেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা।
বঞ্চিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। ৮ ঘণ্টা কাজের দাবিতে এই দিনটিতে বুকের রক্ত ঝরিয়েছিলেন তারা। তাদের সেই আত্মদানের মধ্য দিয়েই শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
সে সব শ্রমিকদের কথা স্মরণ করে মহান মে দিবস উপলক্ষে দেশে বিদেশে কর্মরত সব বাংলাদেশি শ্রমিক-কর্মচারী এবং বিশ্বের সকল শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে ধন্যবাদ জানালেন আনোয়ার-ই-তাসলিমা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে সংস্থার চেয়ারম্যান লিখেছেন, “মহান মে দিবসে আমি সেইসব পরিশ্রমী শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কঠোর পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে দুরুন্ত গতিতে। তাদের প্রতি আমরা অনেক অনেক ঋণী।”