ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে গাইবান্ধায় শুক্রবার (০৩ মে) সকাল থেকে দমকা হাওয়া ও আকাশ মেঘাছন্ন ছিল। বেলা ১১টার পর থেকে থেমে থেমে হালকা বৃষ্টি পড়া শুরু করে এবং দুপুরের পর থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তবে এতে বাতাসের গতিবেগ লক্ষ্য করা যায়নি।
যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এবং কৃষি বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সতর্কবার্তা প্রচার করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন জানান, ঘূর্ণিঝড় ফণি’র যেকোনো ধরনের প্রভাব মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এ জন্য জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।