ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার সন্ধ্যা থেকে কক্সবাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ কক্সবাজারে হালকা বৃষ্টিপাত শুরু হয়। এরই মধ্যে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই বড় দুর্যগের ভয়ে আতঙ্কিত সারা দেশ।
মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এক সতর্কবার্তায় বলেন, “হে আল্লাহ,আপনি ঘূর্ণিঝড় ফণী থেকে আমার দেশ ও দেশের মানুষ সকলকে রক্ষা করুন। আর সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন।” নিরাপদ স্থানে আশ্রয় নেন।