শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরে ইজিবাইকের চাপায় হালিমা আক্তার(৪) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (৫ মে) সকালে সদর উপজেলার মাটিনপাড় মান্দাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা আক্তার ওই এলাকার হালিম মিয়ার কন্যা।
পুলিশ জানায়, মাটিনপাড় মান্দাখালী এলাকায় বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ইজিবাইক হালিমাকে চাপা দিলে সে আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।