মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল র্যাব অফিসের একশ গজ উত্তরে আনসার ক্যাম্পের সামনে আকুর-টাকুর পাড়া বকুলতলা স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলার পূর্ব সাইড থেকে ১৬ জন জুয়ারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) সদস্যরা।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় রোববার সন্ধ্যায় অভিযান চালায় ডিবি’র সদস্যরা। এসময় জুয়ার সরঞ্জাম সহ ১৬ জন জুযাড়ীকে গ্রেফতার করেন।
সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ হোসেন, (এসআই) মোঃ আলমগীর কবির, (এসআই) ওবায়দুর রহমান, (পিএসআই) ওবাইদুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শহরের আকুর-টাকুর পাড়া বকুলতলা ক্রীড়া সংস্থার মার্কেটের দ্বিতীয় তলায় বিশেষ অভিযান চালায়।
এ সময় একুশ হাজার পঁয়ত্রিশ টাকা ও বিভিন্ন রংয়ের ৩৫১ টি তাশ সহ ১৬ জন জুয়াড়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ডিবি (দক্ষিণ) এর সকল প্রকার অপলাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।