দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী মঙ্গলবার থেকে রোজা রাখবেন মুসল্লিরা। আজ সোমবার রাতে প্রথম তারাবির নামাজ পড়া হব এবং দিবাগত রাতে সেহরি খাবেন মুসল্লিরা।
দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিস্কার থাকায় সোমবার সন্ধ্যায় স্পষ্টভাবে দেখা যায় হিজরি ১৪৪০ সনের রমজানের চাঁদ।
কিছুক্ষণের মধ্যে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।