শেরপুর জেলা প্রতিনিধি; সোমবার সকালে উপজেলা পরিষদ হল সোমেশ্বরীতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি সরকার।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি সরকার, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।