নিজস্ব প্রতিনিধি; নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চাটখিল উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তরুণ সাংবাদিক নাছির উদ্দিনের মৃত্যুতে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা গভীর শোক প্রকাশ করেন।
সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তিনি মারা যান।
মৃত্যুকালে নাছির উদ্দিন স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চাটখিল পৌরসভার পুরন্দরপুর গ্রামের মোহাম্মদ উল্ল্যার ছেলে এবং জাসদ রব চাটখিল পৌরসভার সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকের ব্যথা অনুভব করলে নাসিরকে স্থানীয় ডাক্তার দ্রুত ঢাকা নেয়ার পরামর্শ দেন। এরপরই তাকে ঢাকা নেয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছলে মারা যান।