ads
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

শেরপুরে ১ মন ধানেও মিলছেনা ১ জন শ্রমিক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ১৪ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের বিভিন্ন উপজেলার প্রতিটি গ্রামে বোরো ধান কাটায় মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। সব এলাকায় একইসাথে ধান পাকায় জেলায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই শ্রমিকদের মজুরি বেড়ে গেছে প্রায় তিন গুণ। বর্তমানে ধান কাটা শ্রমিকের মজুরি সাড়ে ৭’শ টাকায় উন্নীত হয়েছে। অথচ মাঠে ভেজা ধানের মূল্য এখন মণপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। এতে ১ মন ধানেও মিলছেনা ১ জন শ্রমিক।

সদর উপজেলার চরশেরপুর গ্রামের কৃষক আঃ জলিল জানান, বর্তমানে এক মণ ধান বিক্রি করে একজন কামলার মজুরি হচ্ছে না। কারণ এক মণ ধানের দাম (পাকা) ৫৫০ থেকে ৬০০ টাকা। আর একজন কামলার মজুরি ৭০০ থেকে ৭৫০ টাকা। এই মজুরিতে কামলা নিয়ে ধান কাটলে সার, সেচসহ সব খরচ মিটিয়ে লাভ থাকবেনা।

তিনি বলেন, ধানের দাম কম আর ধান চাষে বীজ, সার, কীটনাশক, চারা লাগানো, জমি পরিষ্কার করা,শ্রমিক এসবের দাম বেশি। এ অবস্থা থাকলে এক সময় কৃষক আর ধান চাষ করবে না।

একই গ্রামের আরো কয়েকজন কৃষক বলেন, ধান, পাট, সবজি কোনো ফসলেরই দাম পাওয়া যাচ্ছেনা। ধান চাষ করে বিপদে পড়েছি, খরচ খুব বেশি হয়েগেছে এবার। আমাদের ক্ষেতে সবজি, তরিতরকারি আবাদ করলে আর তখন দাম থাকেনা। এ অবস্থায় কৃষক এখন কী করবে?

আখের মামুদ বাজারে বুধবার সকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন থেকে শ্রমিক নিতে আসা গোলাপ আলি জানান, এখন কামলার মজুরি দুইবেলা খানাসহ ৭৫০ টাকা হাকাচ্ছে। অথচ এক মণ ধান বিক্রি করতে হয় ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায়। তাও আবার ধান কেনার পাইকারদেরও পাওয়া মুশকিল।

আরেক কৃষক ছামিউল আলম বলেন, কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ফণীর হাঁকডাকে আমার ক্ষেতের ধান নুয়ে পানিতে ভাসছে। পানিতে পড়ে যাওয়া ধান দ্রুত না কাটলে এবং এভাবে পানিতে পড়ে থাকলে এই ধানের ভাত আর খাওয়া যাবেনা। তাই বাধ্য হয়েই অতিরিক্ত দামে কামলা নিয়ে ধান কাটতে হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ মৌসুমে জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার মেট্রিকটন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102