বগুড়া প্রতিনিধি; বগুড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বন্ধুদের সঙ্গে ধরা জুয়ায় হেরে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সোহেল মিয়া (২৮) নামের এক কাঠমিস্ত্রি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে বগুড়া জেলার কাহালু উপজেলার বেলঘড়িয়া এলাকায় সান্তাহার থেকে ছেড়ে অাসা লালমনিরহাটগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সোহেল আত্মহত্যা করেন।
নিহত সোহেল বগুড়া সদরের ঘোলাগাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
তিনি পাশ্ববর্তি নেংড়াবাজারে একটি ফার্ণিচারের দোকানে কাজ করতেন।
তার পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি চলতে থাকা আইপিএল এর প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে সে ক্রিকেট জুয়ায় আসক্ত হয়ে পড়েন। প্রতিদিন জুয়া খেলতে খেলতে একসময় নিজের টাকা খোয়ানোর পাশাপশি পরিচিতজনদের কাছ থেকে টাকা ধার করতে করতে ঋণে জর্জরিত হয়ে পড়েন এবং পরবর্তিতে ক্রমাগতভাবে পাওনাদাররা তাকে চাপ দিতে থাকে৷ এমন অবস্হায়
হতাশাগ্রস্ত সোহেল বুধবার সকালে কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি কাজে না গিয়ে বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া এলাকায় যান।
সেখানে তিনি সকালে লালমনিরহাটগামী ট্রেনের নিচে ঝাপ দেন এবং ঘটনাস্থলেই নিহত হন৷