বগুড়া প্রতিনিধি; বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক এবং সরকার দলীয় সাংসদ মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে ফেসবুকে অশালীন ভাষায় কমেন্ট করায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পেডিয়াট্রিকস্ বিভাগের রেজিস্ট্রার ডা. আইরিন আফরোজকে অসদাচরণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত ৬ মে ওই নোটিশ ইস্যু করা হয়েছে। উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত ওই নোটিশে ডা. আইরিন আফরোজকে সরকারি কর্মচারি বিধিমালা ২০১৮-এর ৩ (খ) মোতাবেক কেন দণ্ডিত করা হবে না তা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। বগুড়ায় চিকিৎসকদের সংগঠন বিএমএ এবং স্বাচিপের একাধিক নেতা ঘটনাটি জানলেও এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংসদ মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে ফেসবুকে অশালীন ভাষায় কমেন্ট করায় দেশের আরও পাঁচটি হাসপাতালের অন্য ৫ চিকিৎসককেও একইভাবে শো’কজ করা হয়েছে। শোকজ নোটিশ পাওয়া পাঁচ চিকিৎসকের মধ্যে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কন্যা নওগাঁ জেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. মৌমিতা জলিল জুলিও রয়েছেন।
অপর ৪ চিকিৎসক হলেন: চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটো অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম, ঢাকা মেডিকেল কলেজ রেসপিরেটরি মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পঞ্চানন দাশ ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফাহমিদি হাসান।