মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: “জীবন বাঁচান, আওয়াজ তুলুন” শ্লোগাণকে সামনে নিয়ে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিআরটিএ টাঙ্গাইল সার্কেল।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডে সড়ক ও জনপথ ভবনের সামনে রোড শো, লিফলেট বিতরণ, গাড়ীতে স্টিাকার লাগানো, সড়ক নিরাপত্তামূলক মাইকিং করা হয়। অপরদিকে বিভিন্ন অপরাধে ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. আবু নাইম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এহসান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেলের মোটরযান পরিদর্শক মুহাম্মদ অহিদুর রহমান এবং ট্রাফিক কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।