বগুড়া প্রতিনিধি; বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরতলীর বারপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- এরুলিয়ার বানদিঘীর রুহুল আমিনের ছেলে রায়হান এবং শহরকুড়ি দুপচাঁচিয়ার সেকেন্দার আলীর ছেলে আব্দুল রহিম,ঝোপগাড়ীর ঘুরার পারের সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম বিদ্যুত ও দুলালের ছেলে মুরাদুন নবী, নিশিন্দারার সাত্তারের ছেলে রাহিত্য, দক্ষিণ আটাপাড়ার তাজুল শেখের ছেলে মজনু শেখ৷
উপশহর পুলিশ ফাঁড়ির এস আই খোরশেদ আলম জানান, গোপন সংবাদে ভিত্তিতে তাদের একটি টিম বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযানে নামে। ইয়াবাসহ প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বাকীদেরও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের মাদক ব্যবসায়ী উল্লেখ করে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমবার হোসেন জানান, তারা সবাই একই গ্রুপের সদস্য এবং মাদক ব্যবসায়ী। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।