মো: আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি; টাঙ্গাইলের সখীপুরে গলায় ওড়না পেচানো অবস্থায় এক অজ্ঞাত যুবতীর (৩০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাকড়জান ইউনিয়নের নয়াপাড়া পশ্চিম আরামবাগ এলাকার একটি সামাজিক বনানয়নের ভেতর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে অজ্ঞাতনামে থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা কাকড়জান ইউনিয়নের নয়াপাড়া পশ্চিম আরামবাগ এলাকার একটি সামাজিক বনানয়নের ভেতর গলায় ওড়না পেচানো অবস্থায় এক অজ্ঞাত যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।
সখীপুর থানার ওসি মো. আমির হোসেন নিউজ টাঙ্গাইলকে জানান- লাশের সুরতহাল দেথে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা বুধবার রাতে ওই যুবতীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বনের ভেতর ফেলে রেখে চলে যায়। মেয়েটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।