শেরপুর জেলা প্রতিনিধি; প্রচণ্ড গরমের মাঝে এক পশলা বৃষ্টিতে যেন স্বস্তি খুঁজে পেল শেরপুরবাসী।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর শহর , শ্রীবরদী উপজেলা ও নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে বৃষ্টির দেখা মেলে।
গত এক সপ্তাহ অব্যাহত গরমে হঠাৎ বৃষ্টিতে একটু হলেও স্বস্তি ফিরে পায় এখানকার মানুষ। আর জেলার যে সব স্থানে এ দিন বৃষ্টি হয়নি সেখানেও কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে।