ads
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

বাসাইলে স্মার্টকার্ড বিতরন; প্রখর রোদে মহিলা ও শিশু অজ্ঞান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০১৯
  • ০ বার পঠিত

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ভোটারদের মাঝে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুক্রবার(১০ মে) সকাল ৯ ঘটিকায় স্মার্টকার্ড বিতরণ শুরু করেছে বাসাইল উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তাগন। বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মার্টকার্ড বিতরণে পৌরমেয়র বা প্রশাসনের উর্ধ্বতন কোন কর্মকর্তার মাধ্যমে উদ্বোধনী ছাড়াই স্মার্টকার্ড বিতরন শুরু করাতে চরম অব্যবস্থাপনা লক্ষ করা গেছে।

বাসাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১০ মে ১নং ওয়ার্ডের মাইজখাড়া ,বাসাইল উত্তরপাড়া এবং ২নং ওয়ার্ডের চকপাড়া উত্তর এবং দক্ষিন অংশ,বাসাইল উত্তরপাড়া,চালাপাড়া ,সাহাপাড়ার পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরন করা হবে। সকাল থেকে স্মার্টকার্ড গ্রহনকারী নারীপুরুষ স্কুলের মাঠে গিয়ে জমা হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা বাড়লে শিশুসহ মহিলা এবং বয়স্কদের অনেকে চলে যায়। রোদের মধ্যে স্মার্টকার্ড গ্রহনকারীদের জন্য কোন প্রকার তাঁবু অথবা ছাঁয়ার ব্যবস্থা না রাখায় এসময় স্মার্টকার্ড বিতরনকারীদের সাথে কয়েকবার তর্কে ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে থাকা মাইজখাড়ার আনোয়ারা(৬৯),চালাপাড়ার আঃ মালেক মিয়ার স্ত্রী’র কোলে থাকা শিশু সিয়াম(৩) জ্ঞান হারিয়ে ফেললে প্রথমে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

এব্যাপারে বাসাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা সানিয়াত জামান তালুকদার শামীম বলেন, পৌরমেয়র মহোদয়সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে উদ্বোধন করার কথা থাকলেও তারা যথা সময়ে উপস্থিত থাকেনি। লেবারদের কারনে তাঁবু টানানো হয়নি,তবে কালথেকে সব ঠিকঠাক ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102