শেরপুর জেলা প্রতিনিধি; এবার রমজানে অসহনীয় গরম। খরতাপে হাঁফিয়ে উঠছে সবাই। ক্লান্তি যেন চেপে বসেছে। ইফতারে পিপাসা মেটাতে ডাবের পানিতে শরীর জুড়ায়। তাইতো ডাবের এতো কদর।
শনিবার বিকেলে আখের মামুদ বাজারে দেখা মেলে ডাব বোঝাই ভ্যানের। ডাবওয়ালা কচি ডাব কাটছেন, পথচারীরা বাড়ির জন্য কিনে নিচ্ছেন।
বাসস্ট্যান্ডে কথা হয় ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা আব্দুস সালামের সঙ্গে কথা হয়। তিনি জানান, সারা বছর অন্যান্য কাজ করেন।গরমকালে (গীষ্ম ঋতুতে) ডাবের চাহিদা বেশি থাকে তাই এসময় তিনি ডাব বিক্রি করেন। আর এখন রোজা। তাই আরো বেশি বিক্রি হচ্ছে। খোকন বলেন, প্রতিদিন খরচ বাদে ৪শ থেকে ৫শ টাকা থাকে।
এ মৌসুমী ডাব বিক্রেতার সংখ্যাও বেড়ে যায়। বিক্রেতারা ভ্যান কিংবা রিকশা করে ঘুরেঘুরে ডাব বিক্রি করে।
নয়ানী বাজারে ডাব কিনতে আসা আরিফুর রহমান আকিব বলেন, কেমিকেলে ভরা বোতলের কোমল পানির চেয়ে গরমে ডাবের পানি পান করা স্বাস্থ্যসম্মত। তাই পরিবারের জন্য ডাব নিয়ে যাচ্ছি।
প্রতিটি ডাব আকারভেদে ৩০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।