খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়ায় বিয়ের প্রস্তাবে মা-বাবা রাজি না হওয়ায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জবানবন্দিতে এতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে আসামিরা।
বুধবার বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো বলেন, বুধবার বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে আটক কম্বল ত্রিপুরা, রুমেল ত্রিপুরা ও ত্রিরণ ত্রিপুরা আদালতে জবানবন্দিতে ধর্ষণ ও খুনের বিষয়ে স্বীকার করেছে। এসময় আসামিরা আদালতে স্বাকীরোক্তিমূলক জবানবন্দি দেয়।
বিয়ের প্রস্তাবে মা-বাবা রাজী না হওয়ায় সোমবার রাতের ধনীতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করা হয়। খাগড়াছড়ি জেলা সদর উপজেলার দুর্গম বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের মা শ্বরলেখা ত্রিপুরা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।