শেরপুর জেলা প্রতিনিধি; কাল বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আজ রবিবার গভীর রাতে শেরপুরের নকলার শিব বাড়িতে ভ্যান চালক বিল্লাল হোসেন (৪২) নিহত ও তার স্ত্রী সন্তানসহ ২জন আহত হয়েছে।
স্থনীয়রা জানায়, সেহেরী খাওয়ার আগ মুহুর্তে নকলা উপজেলার অন্তত ৪টি গ্রামের ওপর দিয়ে কালবোশেখী ঝড় বয়ে যায়। এতে বেশকিছু ফলজ ও বনজ গাছপালাসহ বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়।
এসময় শিববাড়ি মহল্লার ভ্যান চালক বিল্লাল হোসেনের ঘরের ওপর একটি কাঁঠাল গাছ আছড়ে পড়ে। এতে চাপা পড়ে বিল্লাল হোসেন তার স্ত্রী ও এক শিশু সন্তান। স্থানীয় লোকজন গাছ কেটে তাদেরকে উদ্ধার করে নকলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বিল্লাল হোসেনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।