বগুড়া প্রতিনিধি; বগুড়া জেলার শিবগঞ্জে পরকীয়া ফাঁস হওয়ায় গ্যাস ট্যাবলেট সেবন করে কাকি-ভাতিজা আত্মহত্যা করেছে। সোমবার সকালে বাড়ির পাশে আখ ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- গাংনগর মাঝপাড়া গ্রামের সুবন্ধু দাসের স্ত্রী চৈতী রাণী দাস (২৭) ও অমল চন্দ্র দাসের ছেলে কনক চন্দ্র দাস (২০)। তারা সম্পর্কে কাকি এবং ভাতিজা।
জানা গেছে, চৈতী রাণী ও কনক দাসের মধ্যে বেশ কিছুদিন যাবৎ পরকীয়া চলে আসছিল। তারা সম্পর্কে কাকি এবং ভাতিজা হওয়ায় তাদের মেলামেশা নিয়ে কেউ সন্দেহ করেনি। তবে কয়েকদিন আগে দু’জনের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে উভয়ের পরিবার থেকে তাদেরকে শাসন করা হয়।
রোববার রাতের যেকোনো সময় চৈতী রাণী এবং কনক ঘর থেকে বের হয়ে যায়। সোমবার সকালে তাদেরকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ি থেকে ৪০০ গজ দূরে আখ ক্ষেতে দুইজনের লাশ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার