জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র হেড অফিসের জন্য একজন স্মার্ট ও সুদর্শন পুরুষ একাউন্টস অফিসার আবশ্যক। প্রার্থীকে অবশ্যই ম্যানেজমেন্ট অথবা একাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট হতে হবে এবং এনজিও বিষয়ক কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে।
ডেবিড ভাউচার, ক্রেডিট ভাউচার এবং জার্নাল ভাউচার তৈরী করতে জানতে হবে। একাউন্টসের সব দায়িত্ব পালন করতে হবে লেজার ক্যাশ বুক এবং ফাইনাল একাউন্ট্ সম্পর্কে ধারনা থাকতে হবে। আগ্রহী প্রার্থীগন ১০ই জুন, ২০১৯ মধ্যে বায়োডাটা এবং যাবতীয় কাগজ পত্র সহ দরক্ষাস্ত করতে হবে সংস্থার ইমেইলে। বেতন আলোচনায় সাপেক্ষে।
চেয়ারম্যান
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি
একটি মানবাধিকার ও এনজিও সংস্থা
shrs.org@gmail.com / chairman@shrs-org.com