ঈদের দিন যত ঘনিয়ে আসছে বগুড়ার ঈদ মার্কেট ততই জমে উঠছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিপণী বিতানগুলোতে বেচাকেনা। উচ্চ,মধ্য ও নিম্ন আয়ের মানুষের সামর্থ্য বুঝে সাধ্য মত মার্কেটগুলোতে কেনাকাটা করছেন। তবে এবার ঈদ কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে সুতি জামা কাপড়।
বগুড়ায় শো-রোম, নিউ মার্কেট, আলতাফ আলী মার্কেট, রানার প্লাজা, হকার্স মার্কেটে এখন বেলা ১১ টা থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। জামাকাপড়ের মধ্যে এবার পছন্দের শীর্ষে রয়েছে সুতি জাতীয় কাপড়।
দেশীয় কাপড়ের পাশাপাশি ভারত ও পাকিস্তানের হরেক নামে বিক্রি হচ্ছে বাহারি পোশাক। উচ্চবিত্তরা ছুটছেন জলেশ্বরীতলার শোরুমগুলোতে, মধ্যবিত্তরা নিউমার্কেট ও নবাববাড়ীতে আর স্বল্প আয়ের ক্রেতারা ছুটছেন হর্কাস মার্কেটে। এছাড়া জুতার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
রমজানের প্রথম দিকে তেমন বেচা-বিক্রি ভালো না হলেও এখন বেচাকেনা শুরু হয়েছে। সব বয়সের নানান কালেকশনের কথা জানালেন দোকানীরা।