বগুড়া প্রতিনিধি; বগুড়ায় পদবঞ্চিত বিএনপির নেতা-কর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির তৃনমূল নেতা-কর্মীর ব্যানারে একটি মিছিল কার্যালয়ের সামনে থেকে বের হয়। তবে মিছিলটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
সেখানে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বক্তারা বলেন, যারা বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন না তাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের হাইকমান্ডকে ভুল বুঝিয়ে সংস্কারপন্থী সাবেক এমপি জিএম সিরাজকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আরও অনেকে রয়েছেন যারা বিগত দিনের কর্মসূচিতে অংশ না নিয়ে এসি রুমে আরাম আয়েশ করেছেন। তাদের দিয়ে দল চলবে না। এই আহ্বায়ক কমিটি বাতিল করে অবিলম্বে নতুন কমিটি গঠন করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বগুড়া পৌর সভার কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, দেলোয়ার হোসেন পশারী হিরু ও তৌহিদুল ইসলাম বিটু, সাবেক বিএনপি নেতা শাহ মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু, আলী মুররাজি তরুন, বেলাল হোসেন নান্নু, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর জেমস, রবিউল আউয়াল, স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা জহুরুল ইসলাম পলাশ, আবু নূর মো. ওয়ালিদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।