গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২য় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নিকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওষুধের প্রভাবে তিনে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।
স্বজনরা জানায়, পিত্তথলিতে পাথরজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মুন্নিকে। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় তার অপারেশন করার কথা ছিল। ডা. তপন কুমার মন্ডলের নির্দেশে নার্স শাহনাজ তাকে ভোর সাড়ে ৫টায় ইনজেকশন দিতে আসে। এসময় তিনি গ্যাসের ইনজেকশনের পরিবর্তে এনেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। এতে মুন্নি জ্ঞান হারিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
এ সময় মুন্নির স্বজনরা হাসপাতালে চিৎকার-চেঁচামেচি করলে পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা দায় এড়ানোর জন্য দ্রুত তাকে খুলনা রেফার করে বলেও অভিযোগ তাদের।
মরিয়ম সুলতানা মুন্নি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মো. মোশারফ হোসেন বিশ্বাসের মেয়ে।