নিজস্ব প্রতিনিধি; রাজধানীর মিরপুরে শিশু (৮) ধর্ষণ চেষ্টার সময় এক সুমন (২৬) নামে এক লম্পটকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানায়, ২১ মে মঙ্গলবার মিরপুরের কাফরুল থানার সেনপাড়ায় তারাবি নামাজের সময় স্থানীয় মোদি দোকানদারের শিশুকন্যা শান্তা (ছদ্মনাম) কে ৩৩ সেনপাড়ার মানিক মিয়ার বাড়ির লম্পট সুমন (২৬) একটি সিঁড়ি ঘরে নিয়ে বিবস্ত্র করে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শান্তার ডাক চিৎকারে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে এবং লম্পট সুমন কে আটক করে।
পরে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে এবং লম্পট সুমনকে পুলিশের হাতে সোপর্দ করে।
লম্পট সুমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামে।