মো: আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঘাটাইল উপজেলার সাধারন মানুষকে তাদের যাকাতের অর্থ সরকারি ফান্ডে জমা দানে উদ্বুদ্ধ করতে ইসলামিক ফাউন্ডেশন ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু।
সেমিনারে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা। আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ গোলাম ফারুক।
এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, রাজনিতিক, ব্যবসায়িক নেত্রীবৃন্দ সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।