মো: আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে সোনার বাংলা অটো রাইসমিলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ময়লা মিশ্রিত পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগে মঙ্গলবার কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ময়লা পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ করায় পরিবেশ দূষণ আইনে সোনার বাংলা অটো রাইস মিলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। ভবিষ্যতে আর কোনো দিন ময়লা মিশ্রিত পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ না করার নির্দেশ দেয়া হয়।