অনঅর্থ কে অর্থ ভেবে সময় করেছো নষ্ট
এখন বুঝবে সব ভুলতে জীবন কতো কষ্ট
জ্ঞানী লোকের পরামর্শ দাওনি কখনো প্রশ্রয়
সময় থাকতে যদি বুঝতে অনেক হতো সাশ্রয়।
নিজের ক্ষতি অনেক করে এখন বুঝলে ভুল
একুল ওকুল সব হারিয়ে এখন পাওনা কুল
আপন পর তুচ্ছ করে যাকে করেছো আপন
এখন বুঝো আসলে কি সঠিক করছো ঝাপন।
হৃদয়টাকে ক্ষত বিক্ষত করেছো বারংবার
রূপের মানুষ বহু রুপি তাই হয় শুধু দরবার
এখনো যদি চিনে থাকো ফিরোনা কখনো পিছু
পৃথিবীতে না আসলে শিখতে পারতে না কিছু।
কঠিন পৃথিবী স্বার্থের খেলাঘর তাই এতো কষ্ট
এখন থেকে সামনে চলো জীবন করোনা ভ্রষ্ট
স্বার্থপরের সাথে না মিশলে শিখতে না তুমি কিছু
মনটাকে শক্ত করো তাকিয়োনা আর কখনো পিছু।।