ads
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২০ অপরাহ্ন

যৌন হয়রানির শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা; সেই ওসি বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪ বার পঠিত

রাজশাহীর মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ। একই সঙ্গে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বর্ষার আত্মহত্যায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী বর্ষার আত্মহত্যার ঘটনায় পুলিশের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি তদন্তকাজ শেষ করেছে মঙ্গলবার।

কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মঙ্গলবার সন্ধ্যায় ওসি আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। একই সঙ্গে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

২৩ এপ্রিল প্রাইভেট পড়তে গিয়ে অপহরণের শিকার হন নবম শ্রেণির ছাত্রী বর্ষা। ওই দিন বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে খানপুর বাগবাজার এলাকায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনায় ওই দিন রাতেই প্রতিবেশী বখাটে মুকুলকে পুলিশ আটক করলেও সকালে ছেড়ে দেয়।

এরপর টানা চারদিন মামলা করতে থানায় গেলেও মামলা নেননি ওসি। উল্টা বর্ষার বাবাকে আটকে রেখে হয়রানি এবং পিটিয়ে দাত ভেঙে দেয়ার হুমকি দেন। প্রতিনিয়ত মানসিক নিপীড়নের শিকার ওই ছাত্রী ১৬ মে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ওসি আবুল হোসেনকে বরখাস্ত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ১৬:৪৩
  • ১৮:৪৯
  • ২০:১১
  • ৫:২৪
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102