রাজধানীর কারওয়ান বাজারে ফলের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক ও কার্বাইড মেশানো আম জব্দ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কারওয়ান বাজারে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
তারা জানায়, আমগুলো নির্ধারিত সময়ের ১ মাস আগেই বাগান থেকে নামানো হয়। এজন্য বেশিরভাগ আমই অপরিপক্ক রয়েছে। এছাড়া এসব আম কার্বোহাইড্রেড দিয়ে পাকানো হয়েছে।
এদিকে ব্যবসায়ী সমিতি বলছে, নির্ধারিত সময়ের আগেই যারা আম বাজারজাত করেছে সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।