মো: আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মীর জাফর (৫০) নামের এক চা বিক্রেতা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২১ মে) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তার নিজ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে।
নিহত মীর জাফর ওই এলাকার মীর আবদুল গফুরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মীর জাফর বাড়ির পাশের কীর্ত্তনখোলা চৌরাস্তা নামক বাজারে চায়ের দোকান করতেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে যান ওই বাজারে রাতে তার বাজার পাহারা দিতে হবে। আজ বুধবার সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.সহিদ সিকদার বলেন, নিহত মীর জাফর বেশ কিছু টাকা ঋন ছিল। প্রায় দুই মাস আগে বাড়ির পাশে এসডিএস মোড়ে তার ছেলের একটি কনফেকশনারি দোকান আগুনে পুড়ে যায়। এতে পরিবার নিয়ে মীর জাফর মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
সখীপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফুল কবীর বলেন, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।