ads
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

চলন্ত রেলে পাথর নিক্ষেপ বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ১২ বার পঠিত

চলন্ত রেলে পাথর নিক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউনিটের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

এছাড়াও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আফরোজ বিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাহেদুল রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সহ সভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, দপ্তর সম্পাদক হাসনাত রুম্মন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আশা প্রমুখ।

বক্তারা বলেন, একটি মহল চলন্ত রেলে পাথর নিক্ষেপ করে যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। এটি বন্ধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারকে আরো কঠোর হতে সিদ্ধান্ত নিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102