নওগাঁ সদর উপজেলার শৈলকূপা গ্রামে রাসেল হোসেন ( ১৫) নামে এক স্কুল ছাত্রকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শুক্রবার সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। নিহত রাসেল ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। সে শৈলকূপা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পরার পর থেকে রাসেলের মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। এরপর সকালে বাড়ির পাশে রাসেলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।