শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার (২২ মে) দুপুরে উপজেলার শিমুলচূড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় ইসমাইলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ধর্ষকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১২টার দিকে শিশুটির মা তাকে ঘরে ঘুম পাড়িয়ে বাড়ির অদূরে ধান খেতে কাজ করতে যান। এ সময় শিশুটির ছয় বছরের বড় ভাই ঘরে ছিল। বাড়িতে কোন অভিভাবক না থাকার সুযোগে প্রতিবেশী ইসমাইল ঘরে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
এ সময় ধর্ষণের শিকার শিশু ও তার বড় ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে যুবক ইসমাইল পালিয়ে যায়।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা শ্রীবরদী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসমাইলকে এক মাত্র আসামি করে মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতার ইসমাইলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে শুক্রবার বিকালে শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।