ads
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

ইংল্যান্ড বিশ্বকাপে মাঠ থেকেই উপস্থাপনা করবেন পিয়া জান্নাতুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ১৫ বার পঠিত

ঘরের মাঠে উপস্থাপনায় বেশ পরিচিত মুখ জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে এতদিন শুধু ঘরের মাঠে উপস্থাপনা করে এলেও এবার আন্তর্জাতিক পর্যায়ে পা রাখতে চলেছেন বাংলাদেশের শোবিজ জগতের এই তারকা। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ মাঠে থেকেই উপস্থাপনা করবেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সৌজন্যে ইংল্যান্ড থেকে উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন জান্নাতুল পিয়া। সে বিষয়ে ২৩ মে, বৃহস্পতিবার একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন পিয়া নিজেই।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে মাঠ থেকে উপস্থাপনার দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত পিয়া জান্নাতুল। চুক্তি স্বাক্ষরের পর সংবাদমাধ্যমকে তিনি তার উচ্ছ্বাস ও ক্রিকেট নিয়ে ব্যস্ততার কথা জানান।

এ নিয়ে তার ভাষ্য, ‘এখন সব ব্যস্ততা ক্রিকেট বিশ্বকাপের উপস্থাপনা নিয়ে। দুইদিন (একদিন) পর ফ্লাইট। অনেক বড় সফর। প্রস্তুতি নিচ্ছি। অনেক উচ্ছ্বসিত আমি। আমি সবসময় নতুন কিছু করতে আর চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেদিক দিয়ে এটা চ্যালেঞ্জিং আর একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের একটি কাজ।’

‘বিশ্বকাপের মাঠ থেকে বাংলাদেশের জন্য গাজী টিভিতে উপস্থাপনা করতে যাচ্ছি। গাজী টিভি’র মাধ্যমে বায়োস্কোপেও বিশ্বকাপ দেখা যাবে। সব মিলিয়ে আমি সুপার এক্সাইটেড।’, যোগ করেন পিয়া।

উপস্থাপনার সময় বিগত দিনগুলোতে নানা ভুলের কারণে ক্রিকেট সমর্থকদের কাছে বেশ কয়েকবার সমালোচনার স্বীকার হয়েছিলেন পিয়া। সেসব নিয়ে এখন অবশ্য আর মাথা ঘামাতে চাচ্ছেন না পিয়া। নিন্দুকদের উদ্দেশে পিয়া বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আপনারা সমালোচনা করতে থাকবেন আর আমি একদিন ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনা করবো। সেটাই হয়ে গেল। তবে তা এতো তাড়াতাড়ি হবে ভাবিনি।’

২০০৭ সালে শোবিজ পাড়ায় পথচলা শুরু করেন পিয়া। এরপর র‌্যাম্প মডেল হিসেবে খ্যাতি অর্জন করেন। শুরু করেন ছোটপর্দায় অভিনয়। দর্শকের কাছে হয়ে ওঠেন প্রিয় তারকা। পরবর্তী সময়ে সিনেমায় অভিনয় শুরু করলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি।

শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মডেল হিসেবে রয়েছে পিয়ার বিচরণ। জার্মানির টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড, সাউথ কোরিয়ার মিস ইউনিভার্সিটি ২০১১ ও মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ২০১৩-এ অংশ নিয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ প্রচ্ছদে ছাপা হয়েছে পিয়ার ছবি।

শোবিজ জগতের পাশাপাশি ক্রিকেট মাঠে জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা। অবশ্য খেলোয়াড় হিসেবে নন, ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে বাংলাদেশ ক্রিকেটে খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন পিয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ও ষষ্ঠ আসরে গাজী টিভির সঙ্গে সংযুক্ত হন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102