কিশোরগঞ্জের নিকলীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোকন মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হন আফজাল হোসেন (২২) নামে এক কিশোর।
রোববার সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিভড়াটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভাটিভড়াটিয়া গ্রামের তাহের ও দয়ালের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অনেকদিন ধরে বিরোধ ছিল। রোববার ইফতারের আগে শিশুদের ফুটবল খেলায় বিরোধকে কেন্দ্র করে তাহেরের লোকজন খোকনের ভাতিজা মারুফকে ধরে নিয়ে যায়। এ খবর পেয়ে খোকনসহ তার আত্মীয়রা তাহেরের বাড়িতে গেলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় তাহেরের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান খোকন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।