প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নড়াইলে স্কুল শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ মে) সকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দিননাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো একই গ্রামের বখাটে ওবায়দুল। স্কুলে যাওয়ার সময় আবারো সুর্বণাকে প্রেমের প্রস্তাব দেয় সে। রাজি না হওয়ায় বখাটে ওবায়দুল ও তার সহযোগী কাবুল, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের পর কাবুলকে গ্রেফতার করা হলেও প্রধান অভিযুক্ত ওবায়দুল পলাতক রয়েছে।